ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আল-জাজিরার নামে ব্রোকারেজ হাউজে চাঁদা দাবি করে আটক ২ ভূয়া সাংবাদিক

২০২৪ নভেম্বর ১৪ ১৪:২৯:৪১
আল-জাজিরার নামে ব্রোকারেজ হাউজে চাঁদা দাবি করে আটক ২ ভূয়া সাংবাদিক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে শেয়ারবাজারে শেয়ার বেচা-কেনা করার প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২ ভূয়া সাংবাদিক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধানমন্ডিতে বিএলআই সিকিউরিটিজে এ ঘটনা ঘটেছে।

এদিন সকাল ১১টার দিকে জাফর ও ওয়াসিম নামে ২ জন বিএলআই সিকিউরিটিজে গিয়ে নিজেদেরকে আল- জাজিরার সাংবাদিক পরিচয় দেন। তারা প্রতিষ্ঠানটির কর্ণধার মিনহাজ মান্নানের নামে মামলা আছে জানতে পেরেছেন বলে জানান। তাকে গ্রেফতারে এসআই আসছে বলে হুমকি দেন। তবে ১০ লাখ টাকা দিলে সমাধান করে দেবেন।

একপর্যায়ে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয় ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষের। যার আলোকে খোজ নিয়ে ওরা চাঁদাবাজ ও ভূয়া সাংবাদিক বুঝতে পারেন হাউজ কর্তৃপক্ষ।

এরপরে তাদের আটকে রাখতে গেট লক করার আগে ওয়াসিম পালিয়ে যায়। আর নিচে অপেক্ষায় থাকা তাদের আরেক সদস‍্য আইয়ুবকে কৌশলে জাফরের মাধ‍্যমে ডেকে এনে আটক করা হয়।

ভূয়া সাংবাদিকদের নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার হানিফ। তার দিকনির্দেশনায় কাজ করে জাফর, ওয়াসিম ও আইয়ুব। যিনি গতকাল চাঁদাবাজির বিষয়ে মিটিং করেন জাফরদের সঙ্গে। পরে রাত ১২টা ৪৭ মিনিটে ম‍্যাসেজের মাধ‍্যমে সকাল ১০ টায় অপারেশন (চাঁদাবাজি) করতে বলেন।

অর্থ বাণিজ্যর প্রতিবেদক জানতে চাইলে আল- জাজিরার পরিচয় দেয়া জাফর বলেন, তার আইডি কার্ডটি ভূয়া। তিনি মূলত ওয়াসিমের কথায় মিনহাজ ইমনের খোঁজ নিতে এসেছেন। খোঁজ নেওয়ার আপনি কে- এমন প্রশ্নে তিনি বলেন, ওয়াসিমের কথায় এসেছেন।

বিএলআই সিকিউরিটিজের মিনহাজ মান্নান ইমন বলেন, দুইজন অফিসে ঠুকে আল-জাজিরার সাংবাদিক পরিচয় দেয়। এরপর বলে আপনার নামে মামলা আছে। পুলিশের এসআই আসতেছে। তবে ১০ লাখ টাকা দিলে সমস‍্যা হবে না। এরপরই খোঁজ নিয়ে বুঝতে পারি এরা ভূয়া ও চাঁদাবাজ।

তিনি বলেন, তারা নিজেদেরকে বিএনপির বড় নেতাও পরিচয় দেয়। তাদের নাকি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে। অথচ এদের চেহারা দেখলেই চোর বোঝা যায়।

জাফর ও আইয়ুবকে সেনাবাহিনী ও পুলিশ আটক করেছে বলে জানান ডিএসইর সাবেক পরিচালক ইমন। তিনি বলেন, মূলহোতা হানিফকে আটকে খোজ শুরু হয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে