ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে নেইমার কেন বললেন, ‘এটা অসম্ভব’

২০২৩ অক্টোবর ০২ ১৭:৪৪:২৮
চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে নেইমার কেন বললেন, ‘এটা অসম্ভব’

আল হিলালে যোগ দিয়েই বিতর্কে জড়িয়েছেন নেইমার। এমনকি কয়েক দিন আগে ব্রাজিল তারকার আল হিলাল কোচের ছাঁটাই দাবি করার খবরও সামনে এসেছে। যদিও নেইমার নিজেই সে খবর মিথ্যা দাবি করেছিলেন। তবে কোচ ছাঁটাইয়ের দাবি মিথ্যা হলেও কোচের সঙ্গে তাঁর মনোমালিন্যের খবর মিথ্যা নয়। পাশাপাশি আল হিলালের জার্সিতে এখনো স্বরূপে দেখা যায়নি সাবেক এই বার্সেলোনা তারকাকে।

এর মধ্যে ইরানের মাঠ নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচ খেলতে ইরানে যাবেন নেইমার। কিন্তু যে মাঠে খেলতে হবে, সেটি একেবারেই পছন্দ হয়নি তাঁর। মাঠের একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেইমার।

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ইরানের ক্লাব নাসাজি মাজান্দারান। এটি ইরানের সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাবগুলোর অন্যতম। যারা আজাদি স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার রাতে আতিথ্য দেবে নেইমারদের। ম্যাচ সামনে রেখে মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।

সেই ভিডিওতে দেখা যায় পাথুরে মাঠের ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার (বর্তমান এক্স) আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপর্যয়কর!’

মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। নেইমারের এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। আজ সোমবার দুপুর পর্যন্ত নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ হাজারের বেশি অনুসারী। আর তাঁর এই মন্তব্যের জবাব দিয়েছেন ২ হাজার ৫০০ জন। কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ইরানি এক ফুটবল ভক্ত লিখেছেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’

কেউ কেউ আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ঙ্কর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’

এএফসি চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে নেইমারকে নিয়েও উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। সেই ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নেইমার। উল্টো প্রতিপক্ষকের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে দেখেছেন হলুদ কার্ডও। আগামীকাল তাই মাঠ যেমনই হোক, নেইমারের কাছ থেকে সেরাটাই পেতে চাইবেন আল হিলাল সমর্থকেরা।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে