ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ন্যাশনাল টিউবসে হিসাব মান লঙ্ঘন

২০২৪ নভেম্বর ১৮ ০৮:০৬:২৪
ন্যাশনাল টিউবসে হিসাব মান লঙ্ঘন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসে স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, ন্যাশনাল টিউবসে সম্পদ ২০১২ সালে পুনঃমূল্যায়ন করা হয়েছে। এরপর কোম্পানিটি আর সম্পদ পুনঃমূল্যায়ন করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ী, ওই সম্পদ ২০১২ সালের পরে ৩ থেকে ৫ বছর অন্তর পুনঃমূল্যায়ন করার দরকার ছিল।

উল্লেখ্য, শেয়ারবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয় ন্যাশনাল টিউবস। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৪ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৮.৯৫ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে