ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

আবারো শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ১৮ ১৪:৪৬:০৪
আবারো শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবার (১৮ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩০০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৭ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৫১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৫ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৫ কোটি ৩৪ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৩ টি বা ৩৫ শতাংশের। আর দর কমেছে ২০৫ টি বা ৫৩.৯৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২ টি বা ১১.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০ টির, কমেছে ১০১ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৭৯৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে