ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

জীবন বীমা কোম্পানিগুলোর ১০৩ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

২০২৩ অক্টোবর ০৩ ০৮:০৫:৪৪
জীবন বীমা কোম্পানিগুলোর ১০৩ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিগুলো বরাবরই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দেয়। যার ধারাবাহিকতায় ২০২২ সালের ব্যবসায় জীবন বীমা কোম্পানিগুলোর পর্ষদ গড়ে ১২.০৯% হারে মোট ১০৩ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কিছু জীবন বীমা কোম্পানির পর্ষদের অপকর্মে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই, এমন কোম্পানিও আছে। অন্যথায় গড় লভ্যাংশের পরিমাণ আরও বৃদ্ধি পেত।

শেয়ারবাজারে বর্তমানে তালিকাভুক্ত ১৫টি জীবন বীমা কোম্পানি রয়েছে। এরমধ্যে এখনো প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ লভ্যাংশ সভা করেনি।

এছাড়া লভ্যাংশ সভা করা কোম্পানিগুলোর মধ্যে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। এই কোম্পানি দুটি থেকে ৩৮% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরপরের অবস্থানে থাকা সোনালি লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে ২০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

তবে টাকার অংকে সবচেয়ে বেশি লভ্যাংশ বিতরন করা হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে। এ কোম্পানিটি থেকে ৩৮% হারে মোট ৪১ কোটি ২৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরপরের অবস্থানে থাকা পপুলার লাইফ থেকে ৩৮% হারে ২২ কোটি ৯৬ লাখ টাকা ও সন্ধানি লাইফ থেকে ১২% হারে ১৩ কোটি ১৬ লাখ টাকা দেওয়া হবে।

এদিকে সবচেয়ে কম হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে। এই কোম্পানিটি থেকে ২% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে টাকার পরিমাণেও সবচেয়ে কম লভ্যাংশ বিতরন করা হবে এই কোম্পানিটি থেকে। এই কোম্পানিটি থেকে ৭৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে