ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৭১ লাখ টাকা জরিমানা

২০২৩ অক্টোবর ০৩ ১০:১৮:৫৩
শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৭১ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৭১ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দোষীদের চিঠির মাধ্যমে এই শাস্তির বিষয়ে জানিয়ে দিয়েছে কমিশন।

জানা গেছে, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ও ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর প্রভাবিত করার মাধ্যমে বিনিয়োগকারী মোহাম্মদ আব্দুল হাইয়ের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বিএসইসি। এ কারণে তাকে ৫৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে বিএসইসি।

তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড আর্থিক প্রতিবেদন বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে কোম্পানিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানি টয়ো নিটেক্স লিমিটেড আর্থিক প্রতিবেদন বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে বিএসইসির পক্ষ থেকে কোম্পানিটির চেয়ারম্যান রাবেয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল হক, পরিচালক মো. মাহবুব-উল হক ও মো. আতিকুল হক এবং কোম্পানি সচিব মোহাম্মদ সোহেল রানা প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানি টয়ো স্পিনিং মিলস লিমিটেড আর্থিক প্রতিবেদন বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে বিএসইসি কোম্পানিটির চেয়ারম্যান মো. রফিকুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক, পরিচালক মো. মাহবুব-উল হক ও কোম্পানি সচিব মো. মমিনুর রহমানের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।

এছাড়া কোম্পানিটির পর্ষদে বিডিবিএল মনোনীত পরিচালক মো. শফিকুল ইসলামকেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

এছাড়া সিনহা সিকিউরিটিজ লিমিটেডকে আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে