ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

টানা ৩দিন শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ১৯ ১৫:১৮:৩৩
টানা ৩দিন শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই দিনের ন্যায় মঙ্গলবারও (১৯ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৮ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৫১ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৪৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৬ টি বা ১৯.৫৮ শতাংশের। আর দর কমেছে ২৬৭ টি বা ৬৮.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৩৪ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৬৯১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে