ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ডিএসইতে নামমাত্র উত্থান

২০২৪ নভেম্বর ২০ ১৪:৫৯:২৭
ডিএসইতে নামমাত্র উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৯৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২১ কোটি ৭৮ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩ টি বা ২৯.৮১ শতাংশের। আর দর কমেছে ১৮৩ টি বা ৪৮.২৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২১.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০ টির, কমেছে ১০১ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৬৭২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে