ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ভারতের কোনও ক্রিকেটারকে অস্ট্রেলিয়া দলে চান না কামিন্স

২০২৪ নভেম্বর ২০ ২১:৫৮:০০
ভারতের কোনও ক্রিকেটারকে অস্ট্রেলিয়া দলে চান না কামিন্স

খেলাধূলা ডেস্ক : ভারতের বিরুদ্ধে সিরিজ়‌ শুরুর আগেই উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনও ভারতীয়কে জায়গা দিতে চান না। যদিও সতীর্থেরা একমত হননি। তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন।

সিরিজ়ের আগে অস্ট্রেলিয়ার এক চ্যানেলের তরফে কয়েক জন ক্রিকেটারকে আলোচনায় হাজির করা হয়েছিল। সেখানে সবার সামনে প্রশ্ন রাখা হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয়কে জায়গা দিতে চান তাঁরা। প্রত্যেকেই তাঁর উত্তর দিয়েছেন। শুধু কামিন্স বলেন, “কাউকে জায়গা দিতে চাই না।”

অফস্পিনার নাথান লায়ন বলেছেন, “আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।”

অলরাউন্ডার মিচেল মার্শ বলেছেন, “আমি ঋষভ পন্থকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।”

ওপেনার ট্রেভিস হেড বেছে নিয়েছেন রোহিত শর্মাকে। বলেছেন, “রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্ ভাবে ভাবতে ভালবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।”

পেসার স্কট বোলান্ড বলেছেন, “আমি যশপ্রীত বুমরাকে বেছে নেব। তিন ফরম্যাটেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন।”

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে