ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

একদিনের ব্যবধানে শেয়ারবাজারে বড় পতন

২০২৪ নভেম্বর ২১ ১৪:৫৯:০১
একদিনের ব্যবধানে শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৩ কার্যদিবস পতনের পরে বুধবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ে খুবই সামান্য ৩ পয়েন্ট। এসত্ত্বেও পরেরদিনই (২১ নভেম্বর) সূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমছে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩ পয়েন্ট। তবে এর আগের ৩ কার্যদিবসে (রবিবার-মঙ্গলবার) কমেছিল ১১৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৩ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৯ কোটি ২৯ লাখ টাকার বা ৭ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৬ টি বা ২২.৪৫ শতাংশের। আর দর কমেছে ২৬৩ টি বা ৬৮.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৪.১০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৩২ টির এবং পরিবর্তন হয়নি ৩৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৮৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে