ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আবারও পতনের বৃত্তে শেয়ারবাজার

২০২৪ নভেম্বর ২৪ ১৫:১০:২০
আবারও পতনের বৃত্তে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার পতনে ছিল। তবে ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর পর শেয়ারবাজারে উত্থান দেখা যায়। যা বেশিদিন স্থায়ী হয়নি। আবারও শেয়ারবাজার পতনের ধারাবাহিকতায় ফিরে গেছে।

দেখা গেছে, গত সপ্তাহে টানা ৩ কার্যদিবস পতনের পরে বুধবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ে খুবই সামান্য ৩ পয়েন্ট। এরপরের দুই কার্যদিবসই শেয়ারবাজারে বড় পতন হয়েছে। একইসঙ্গে কমছে লেনদেনের পরিমাণ।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৪৬ পয়েন্টে। যা আগের কার্যদিবস (বৃহস্পতিবার) কমেছিল ৪৮ পয়েন্ট। এর আগে ৩ কার্যদিবসের টানা পতনের পর বুধবার বেড়েছিল ৩ পয়েন্ট। যা আগের ৩ কার্যদিবসে (রবিবার-মঙ্গলবার) কমেছিল ১১৩ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩০২ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬১ কোটি ৭৩ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১০ টি বা ২৮.০৬ শতাংশের। আর দর কমেছে ২২৮ টি বা ৫৮.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৭৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৩৩ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪১৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে