ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আর্থিক হিসাবে হাতে নগদ ১.২৮ কোটি টাকা, গণনায় পাওয়া গেল ১৮ হাজার

২০২৩ অক্টোবর ০৪ ০৮:৫১:১৬
আর্থিক হিসাবে হাতে নগদ ১.২৮ কোটি টাকা, গণনায় পাওয়া গেল ১৮ হাজার

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালসের আর্থিক হিসাবে হাতে নগদবাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা দেখানো হয়েছে। কিন্তু স্বশরীরে গণনায় পাওয়া গেছে মাত্র ১৮ হাজার টাকা।

কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে হাতে নগদ ১ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা দেখিয়েছেন। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের গণনাতেই প্রধান কার্যালয়ে ১৩ হাজার ৫৪৮ টাকা ও কারখানায় ৪ হাজার ৩৫৭ টাকা পাওয়া গেছে। অর্থাৎ আর্থিক হিসাবে দেখানো ১ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকার বিপরীতে ১৭ হাজার ৯০৫ টাকার বা ০.১৪ শতাংশের সত্যতা পাওয়া গেছে।

এদিকে এমবি ফার্মায় ৯৯ লাখ ৪৮ হাজার ৮২৬ টাকার ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) রয়েছে। এরমধ্যে আগের অর্থবছরের (২০১৯-২০) ৯১ লাখ ২৭ হাজার ৩৬৩ টাকা রয়েছে। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ওই ফান্ড বিতরনের বিধান রয়েছে। এ হিসেবে ২০১৯-২০ অর্থবছরের ফান্ড ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে কর্মীদের মাঝে বিতরনের বাধ্যবাধকতা থাকলেও তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন এমবি ফার্মা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমবি ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ২ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২২.৭৫ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০৩ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৮৬০.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে