ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

মিউচ্যুয়াল ফান্ড ছাড়া শেয়ারবাজার সামনে এগোতে পারবে না

২০২৪ নভেম্বর ২৫ ১৮:৩৮:৩৬
মিউচ্যুয়াল ফান্ড ছাড়া শেয়ারবাজার সামনে এগোতে পারবে না

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে, দেশের শেয়ারবাজার আগামীতে সামনে আগাতে পারবে না। এজন্য শেয়ারবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করতে এবং এক্ষেত্রে টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।”

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ‘Develping the Mutual fund Industry in Bangladesh’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন।

সভায় বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কর্মকার্তাবৃন্দ এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “মিউচ্যুয়াল ফান্ড খাত শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিত। কারণ এটি শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে পুঁজিবাজারে আসে; যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভবনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়।

সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও ইচ্ছার মাধ্যমে আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে বলেই তিনি সভায় আশাবাদ ব্যক্ত করেন। পুঁজিবাজারের সংস্কারে বিএসইসি‘র গঠিত টাস্কফোর্স ‘ফোকাস গ্রুপ’ করার মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে আরো বৃহৎ পরিসরে কাজ করা শুরু করেছে এবং ইতোমধ্যে বাজার সংশ্লিষ্ট অনেকে এর সাথে যুক্ত হয়েছেন ও আগামীতে আরো অনেকে যুক্ত হবেন বলে উল্লেখ করেন তিনি।

স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি অনুষ্ঠিত সভায় বিশেষ গুরুত্ব পায়। সভায় অন্যান্যের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, পুঁজিবাজারের বিদ্যমান বিভিন্ন রুলস ও রেগুলেশনের প্রয়োজনীয় সংস্কার আনয়ন ও যুগোপযোগীকরণ, মিউচ্যুয়াল ফান্ড খাতে সংশ্লিষ্ট কর এরক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগ শিক্ষার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড প্রসারে উদ্যোগ গ্রহণ, মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রচার বৃদ্ধির মাধ্যমে এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধি, পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের জন্য নীতিসহায়তা প্রদান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে