ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

৩২ টাকা কাট-অফ প্রাইসের বারাকা পতেঙ্গার বাজার দর ১০.১০ টাকা

২০২৪ নভেম্বর ২৬ ০৮:০৩:১৭
৩২ টাকা কাট-অফ প্রাইসের বারাকা পতেঙ্গার বাজার দর ১০.১০ টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার ৮ মাসেরও কম সময়ের ব্যবধানে ইস্যু মূল্যের নিচে নেমে আসে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর। তবে তালিকাভুক্ত হওয়ার পর থেকে ব্যবসায় মন্দায় থাকা কোম্পানিটির শেয়ার দর ৩ বছরের ব্যবধানে অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) নিচে নামার অপেক্ষায়।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকেই টানা পতনে রয়েছে বারাকা পতেঙ্গা। এরমধ্যে প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা কোম্পানিটি তালিকাভুক্তির ২য় অর্থবছরেই লোকসানের মুখ দেখে।

বারাকা পতেঙ্গা ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৭১ টাকা করে নিট ৬৪ কোটি ১৮ লাখ টাকার মুনাফা নিয়ে শেয়ারবাজারে যাত্রা শুরু করে। তবে কোম্পানিটির লেনদেন শুরু (১৫ জুলাই ২০২১ শুরু) হওয়ার অর্থবছরেই মুনাফা নেমে আসে ৩ ভাগের একভাগে। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে নিট মুনাফা নেমে আসে ২১ কোটি ৫৩ লাখ টাকায়। যা আরেক ধাপ নেমে ২০২২-২৩ অর্থবছরে নেমে যায় ১৮ কোটি ৩৬ লাখ টাকার লোকসানে।

তবে সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ৩৫ পয়সা করে ৬ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন......

৭৫ টাকা কাট-অফ প্রাইসের রানার টানা লোকসানে

৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ‘নো’ ডিভিডেন্ড

প্রিমিয়ামে ১৫০ কোটি টাকা নেওয়া লুব-রেফ ৩ বছরেই লোকসানে

এনার্জিপ্যাকের আইপিও পূর্ব ৪৭ কোটি টাকার মুনাফা এখন লোকসান ৯৯ কোটি

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বারাকা পতেঙ্গা পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭৩ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬১.৮৫ শতাংশ। এ কোম্পানিটির সোমবার (২৫ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০.১০ টাকায়।

অথচ কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩২ টাকা। যে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার ৮ মাসেরও কম সময়ের ব্যবধানে ওই প্রাইসের নিচে নেমে আসে। সর্বপ্রথম ২০২২ সালের ৬ মার্চ শেয়ারটি কাট-অফ প্রাইসের নিচে নামে। যে শেয়ারটি কয়েক মাস ধরে ফ্লোর প্রাইস ২৯.৩০ টাকায় আটকে ছিল। তবে ফ্লোর তুলে নেওয়ার পরে শেয়ারটি এখন অভিহিত মূল্যের কাছে বা ১০.১০ টাকায় অবস্থান করছে।

তারপরেও বিনিয়োগকারীদের চাহিদা কম থাকা এমন কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকেরা ৩২ টাকার কাট-অফ প্রাইসে খুশি হতে পারেননি। বিএসইসির বুক বিল্ডিংয়ে কাট-অফ প্রাইস নির্ধারনে নতুন কড়াকড়ি আরোপের কারনে ৩২ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল কোম্পানিটির কাট-অফ প্রাইস। অন্যথায় যোগ্য নামের অযোগ্যরা কারসাজির মাধ্যমে প্রাইস কোথায় নিয়ে যেত, তা অকল্পনীয়। যা তারা বিগত অনেক কোম্পানিতে করে দেখিয়েছে।

বারাকা পতেঙ্গা পাওয়ারের জন্য গড় ৩০.৫০ টাকা করে প্রতিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২২৫ কোটি টাকা শেয়ারবাজার থেকে সংগ্রহ করা হয়েছে। সাধারন বিনিয়োগকারীদের কাছে ২৯ টাকা করে ইস্যুর কারনে গড় প্রাইস ৩০.৫০ টাকায় নেমে আসে। এই ইস্যু মূল্যের কোম্পানিটি থেকে ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি প্রাপ্তি ২০ পয়সা। অর্থাৎ ৩০.৫০ টাকা বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি ২০ পয়সা বা ০.৬৬ শতাংশ। যার চেয়ে ঝুঁকিমুক্ত ব্যাংকে এফডিআরে ১৫-১৭ গুণ বেশি পাওয়া যায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে