ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগের দাবিতে মানববন্ধন

২০২৪ নভেম্বর ২৬ ১৫:৩৯:৪৭
বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগের দাবিতে মানববন্ধন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যগের দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা।

এদিন দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধন বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারের ধারাবাহিক দর পতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। কারন তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য না। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান শুন‍্য। বর্তমান সরকার কিভাবে তার মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসালো, তা আমাদের বোধগম্য না।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে