ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১

আবারো শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ২৮ ১৫:১৮:২৮
আবারো শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩২.০৫ শতাংশের। আর দর কমেছে ১৯৬ টি বা ৫০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৬৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৭৬ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৩২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে