ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১

ফের অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত

২০২৪ নভেম্বর ২৯ ২০:৫১:৪০
ফের অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত

খেলাধূলা ডেস্ক : আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ডের বৈঠক পিছিয়ে গেল। শুক্রবার বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এতে করে ফের অনিশ্চয়তায় এই ট্রফির ভবিষ্যত।

বৈঠক কবে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি আইসিসি। মনে করা হচ্ছে, ভারত এবং পাকিস্তানের বোর্ডকে আরও কিছুটা সময় দিতে চাইছে আইসিসি। আবার একটি অংশ মনে করছে, আগামী ১ ডিসেম্বর জয় শাহ আইসিসির সর্বোচ্চ পদের দায়িত্ব নেওয়ার পর বৈঠক হতে পারে। বৈঠকে থাকার কথা আইসিসির পূর্ণ সদস্য ১২টি বোর্ডের প্রতিনিধি, তিনটি সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি, এক জন নিরপেক্ষ পর্যবেক্ষক, আইসিসির চেয়ারম্যান এবং সিইওর।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। জয় শাহেরা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা বলেছেন। ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতিযোগিতা আয়োজনের অধিকার ছাড়তে নারাজ। হাইব্রিড মডেল মানবেন না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা। মনে করা হচ্ছে, আইসিসি দুই দেশের বোর্ডকেই আরও খানিকটা সময় দিতে চাইছে। সেই কারণেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে