ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

৫২০ কোটি টাকাও বুমরার জন্য কম- আশিস নেহরা

২০২৪ ডিসেম্বর ০১ ১৯:৪৪:৩১
৫২০ কোটি টাকাও বুমরার জন্য কম- আশিস নেহরা

খেলাধূলা ডেস্ক : কিছুদিন আগে আইপিএলের নিলাম হয়ে গেছে। সেখানে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ারের মতো ভারতীয় ক্রিকেটারেরা ভাল দাম পেয়েছেন। তবে একজন ভারতীয় ক্রিকেটার আরও বেশি দাম পাওয়ার যোগ্য। এমনকি নিলামে ৫২০ কোটি টাকাও তাঁর জন্য কম পড়বে। এমনই মনে করেন গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা।

সেই বোলার হলেন যশপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্স যাঁকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছে। নিলামের পর বুমরার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেহরা। বলেছেন, “বুমরা দেশের হয়ে বহুবার ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচ না খেলায় বুমরা দেশকে নেতৃত্ব দিয়েছে। ফলে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। যেভাবে সে চাপ সামলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”

নেহরার সংযোজন, “নিউ জ়িল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরেও বুমরা যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা অসাধারণ। ওকে হারানো সহজ নয়। বুমরা আইপিএল নিলামে থাকলে অনেক কিছু হতে পারত। হয়তো ৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়ত।”

প্রথম টেস্টে শুধু নেতৃত্বই দেননি, ভারতকে জেতাতে অন্যতম ভূমিকা নিয়েছেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। ওই বোলিংই ভারতকে জিততে সাহায্য করেছে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে