ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফার গ্রুপের প্রতারণার আরেক হাতিয়ার একীভূতকরন

২০২৩ অক্টোবর ০৫ ১০:১৮:০৭
ফার গ্রুপের প্রতারণার আরেক হাতিয়ার একীভূতকরন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার গ্রুপের ৩টি কোম্পানি রয়েছে। সবগুলোই শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের পরে ক্রমানয়ে তলানির দিকে গেছে। যেসব কোম্পানি থেকে উদ্যোক্তা/পরিচালকেরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এবার তারা তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে একই গ্রুপের অন্যান্য দূর্বল কোম্পানির একীভুতকরন (এমালগেশন) করে প্রতারণার দ্ধারপ্রান্তে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির একীভুতকরন অর্থাৎ সেই কোম্পানিকেও তালিকাভুক্ত করানো। কারন একীভুতকরনের মাধ্যমে অতালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বিক্রি করেও টাকা হাতিয়ে নেওয়া যায়। এবার সেই চেষ্টায় সফল হওয়ার পথে ফার গ্রুপ।

ফার গ্রুপের বর্তমানে এম.এল ডাইং, আর.এন স্পিনিং মিলস ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে রয়েছে। এরমধ্যে ফার কেমিক্যালের সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হতে চেয়ে ব্যর্থ হওয়া এস.এফ টেক্সটাইলকে এবং আর.এন স্পিনিংয়ের সঙ্গে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের একীভুতকরন চূড়ান্ত পর্যায়ে।

এরইমধ্যে উচ্চ আদালত একীভুতকরনের রায় দিয়েছে। যার আলোকে কাজ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বিএসইসি অনেক সময় এ জাতীয় কোম্পানির একীভুতকরন দিতে চায় না। কিন্তু বিষয়টি আদালতের হাতে হওয়ায়, কমিশনের কিছু করার থাকে না। তাই আদালতের রায়কে মেনে নিতে হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে