ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের শেয়ারবাজার ৮১০০০ পয়েন্টের কাছে

২০২৪ ডিসেম্বর ০৪ ১৮:৪৬:১৮
ভারতের শেয়ারবাজার ৮১০০০ পয়েন্টের কাছে

অর্থ বাণিজ্য ডেস্ক : লক্ষ্মীবারে (বৃহস্পতিবার) নতুন মুখ্যমন্ত্রী পাবে মহারাষ্ট্র। তার আগে ফের উড়ল ভারতের শেয়ারবাজার। প্রায় ৮১ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স সূচক।

বুধবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার পর বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক দাঁড়িয়েছে ৮০৯৫৬.৩৩ পয়েন্টে। অর্থাৎ এদিন ১১১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এদিন সেনসেক্স সূচক সর্বোচ্চ ৮১২৪৫ পয়েন্ট উঠেছিল।

একই চিত্র দেখা গেছে নিফটি সূচকে। এদিন লেনদেন শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক থেমেছে ২৪৪৬৭ পয়েন্টে। অর্থাৎ ১০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচক।

এদিন ২ হাজার ৩০৭টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ১ হাজার ৫০৭টি শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৯৫টি শেয়ারের। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি লাইফ, অ্যাপোলো হাসপাতাল, এনটিপিসি এবং বাজাজ ফিন্যান্সের বিনিয়োগকারীরা।

অন্যদিকে ভারতী এয়ারটেল, সিপলা, বাজ়াজ অটো, টাটা মোটরস এবং আদানি পোর্টসের স্টকে বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসানের মুখে পড়তে হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে