ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ ডিসেম্বর ০৫ ১৪:৫৪:৫৯
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৬ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার বা ৩০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪২ টি বা ১০.৮২ শতাংশের। আর দর কমেছে ৩০৮ টি বা ৭৯.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৭৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১২৫ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৮১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে