ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল

২০২৪ ডিসেম্বর ০৮ ০৮:০৪:০৭
অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, সোনারগাঁও টেক্সটাইলের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালি ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক আইনগত পদক্ষেপ নিয়েছে ঋণ আদায়ে। তবে কোম্পানি কর্তৃপক্ষ সুদ মওকুফের জন্য চেষ্টা করছে। যা বাস্তবায়ন হওয়ার আগেই দীর্ঘমেয়াদি ঋণের বিপরীতে সুদ হিসাব বন্ধ করে দিয়েছে। এতে করে ব্যয় কম দেখানো হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে ৫৫.৫৫ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (০৭ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২২.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে