ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন

২০২৪ ডিসেম্বর ১০ ১৫:৪৩:০৩
শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৪ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার (১০ ডিসেম্বর) লেনদেন চলাকালীন প্রায় পুরো সময়ই ইতিবাচক ছিল শেয়ারবাজার। তবে শেষ সময়ে গিয়ে নেতিবাচক হয়ে যায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৬৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছে ১৫ পয়েন্ট। এছাড়া রবিবার ১৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪২ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে ৩৮৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৩৯ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৪০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৫ টি বা ৪৫.৬৮ শতাংশের। আর দর কমেছে ১৪৭ টি বা ৩৬.৩০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৩ টি বা ১৮.০২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৪০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে