ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অদূর ভবিষ্যতে বাংলাদেশেও ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হবে

২০২৩ অক্টোবর ০৫ ২০:১২:২৭
অদূর ভবিষ্যতে বাংলাদেশেও ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হবে

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ডঃ শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে আমাদের দেশে ক্রিপ্টো কারেন্সির ব্যবহার এখনও শুরু হয়নি। বাংলাদেশের ইকোনমি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়ত অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এর ব্যবহার শুরু হবে।

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৩’ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল “ডিজিটাল ফাইনান্স এবং ক্রিপ্টো এসেটস ” ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মোহাম্মাদ মহিউদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। আর মূল নিবন্ধ উপস্থাপনা করেছেন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মাদ মাহাদি হাসান।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) ক্রিপ্টো অ্যাসেট ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে, তাই আমাদের এখন থেকেই এর সম্পর্কে জানা দরকার। অদূর ভবিষ্যতে এমন টেকনোলজি আসবে, যখন কার্ডবিহীন লেনদেনের পরিবর্তে একটি ছোট্ট ডিভাইস হবে সব লেনদেনের মাধ্যম। সেখানে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও ক্রিপ্টো অ্যাসেটের ব্যবহারও খুব অসম্ভব কিছু নয়। তাই গ্লোবাল পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে চলতে আমাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে