ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন

২০২৪ ডিসেম্বর ১১ ১৪:৪৬:০৭
শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৫ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরমধ্যে সর্বশেষ বুধবার (১১ ডিসেম্বর) অন্যসব দিনের ন্যায় শুরুতে উত্থান হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিন বেশিরভাগ সময়ই নেতিবাচক ছিল শেয়ারবাজার।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১২৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছে ০.১৫ পয়েন্ট। এছাড়া সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪২ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে ৩০৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৩ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকার বা ২১ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫০ টি বা ১২.৫৩ শতাংশের। আর দর কমেছে ২৯১ টি বা ৭২.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১ টির, কমেছে ১১৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৫৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে