ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন

২০২৪ ডিসেম্বর ১২ ১৫:০৬:২৯
শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৬ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরমধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পতনে শুরু হয়। এছাড়া বেশিরভাগ সময়ই নেতিবাচক ছিল শেয়ারবাজার।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১০৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছে ৪২ পয়েন্ট। এছাড়া মঙ্গলবার ০.১৫ পয়েন্ট, সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৪ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৫ লাখ টাকার বা ১৬ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫ টি বা ২৬.৬৫ শতাংশের। আর দর কমেছে ১৯৮ টি বা ৫০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ২৩.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ৪০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে