ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৪ ডিসেম্বর ১৭ ১৪:৫০:৪৫
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭৩ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৪ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৬ কোটি ৬ লাখ টাকার বা ৪৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১০ টি বা ৫৩.০৩ শতাংশের। আর দর কমেছে ১১০ টি বা ২৭.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৬ টি বা ১৯.১৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৯ টির, কমেছে ৫৬ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১৫পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে