ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এক সপ্তাহে ভারতের শেয়ারবাজারে ৪ হাজার পয়েন্টের পতন

২০২৪ ডিসেম্বর ২০ ১৮:৫৯:০০
এক সপ্তাহে ভারতের শেয়ারবাজারে ৪ হাজার পয়েন্টের পতন

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে পতন চলছেই। শুক্রবারও হাজার পয়েন্ট কমেছে সেনসেক্স সূচক। এর মাধ্যমে চলতি সপ্তাহে ৪ হাজার পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স। নিফটি নেমেছে সাড়ে ৩০০ পয়েন্টের বেশি। এতে করে টানা পাঁচ দিন সূচক নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীদের মাথায় হাত।

ভারতের শেয়ার বাজারের এই পতনের জন্য আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজ়ার্ভ’-এর সুদের হার কমিয়ে দেওয়াকে দায়ী করেছেন বিশ্লেষকেরা। এর জেরে ভারতীয় টাকার নিরিখে অনেকটাই বেড়েছে ডলারের দাম। আর তাই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। দ্রুত এই অবস্থার উন্নতির সম্ভাবনার কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচকটি ৭৮০৪২ পয়েন্টে নেমেছে। তবে দিনের মধ্যে সর্বনিম্ন ৭৭ হাজারে নেমে গিয়েছিল। এদিন সেনসেক্স এর পতন হয়েছে ১,১৭৬ পয়েন্ট।

অন্যদিকে নিফটি কমেছে ১.৫২ শতাংশ। অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ৩৬৪ পয়েন্টের পতন হয়েছে। এর মাধ্যমে সূচকটি ২৩৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দাম বৃদ্ধি পেয়েছে ৯৬৩টি শেয়ারের। অন্যদিকে দর পড়েছে ২,৮৫৯টি স্টকের। ৯৫টি শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এনএসইতে সর্বাধিক লোকসান হয়েছে ট্রেন্ট, টেক মাহিন্দ্রা, এম অ্যান্ড এম, ইন্ডাসইণ্ড ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের স্টকে বিনিয়োগকারীদের। তবে লাভের মুখ দেখেছেন ডক্টর রেড্ডিস্ ল্যাবস্, নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি লাইফ এবং আইসিআইসিআই ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে