ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ ডিসেম্বর ২২ ১৫:১৩:৩৪
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২২ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ বেড়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২ কোটি ৬৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬ টি বা ১৬.৭৯ শতাংশের। আর দর কমেছে ২৮১ টি বা ৭১.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৭০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ১১০ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬৮ পয়েন্টে্

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে