ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব‍্যক্তিগত আক্রোশে বড় ব্রোকারেজ হাউজে তদন্ত : ত্বরান্বিত ধস

২০২৪ ডিসেম্বর ২৪ ১৫:১৬:০১
ব‍্যক্তিগত আক্রোশে বড় ব্রোকারেজ হাউজে তদন্ত : ত্বরান্বিত ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বের প্রতি অনাস্থায় শেয়ারবাজার মন্দার মধ্য দিয়ে পার করছে। এরমধ্যে আবার ব্যক্তিগত আক্রোশে শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোতে তদন্তের মাধ্যমে আতঙ্ক শুরু করেছে বিএসইসির কর্মকর্তারা। যাতে শেয়ারবাজারের মন্দা আরও ত্বরান্বিত হচ্ছে।

জানা গেছে, ব্রোকারেজ হাউজের কেউ কেউ সরাসরি কথা বলতে পছন্দ করেন। যা বিএসইসির অনেক কর্মকর্তার ভালো লাগে না। এ কারনে ব্র্যাক ইপিএল, লংকাবাংলা ও ইউসিবি ব্রোকারেজ হাউজের তদন্ত করছে বিএসইসি।

অথচ এমনিতেই শেয়ারবাজারের কেউই ভালো নেই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে। ধারাবাহিক পতনে বাজার মধ্যস্থতাকারীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। লোকসানের মধ্য দিয়ে চলতে চলতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ নিয়ে বিএসইসির ভ্রুক্ষেপ নেই। উল্টো তাদের বিপদ বাড়ানোর জন্য করণীয় সব করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।

গত কয়েকদিনের ন্যায় মঙ্গলবারও (২৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের খরা দেখা গেছে। আর বাজারও রয়েছে নেতিবাচক।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৬৯ পয়েন্টে। যা সোমবার ২৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ২৭৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৭ কোটি ৫০ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৭.৯৭ শতাংশের। আর দর কমেছে ১৫৯ টি বা ৪০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৬ টি বা ২১.৭৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৩৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৭৬ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৮৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে