ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বুমরার অ্যাকশন কি বৈধ?

২০২৪ ডিসেম্বর ২৫ ১১:৩৫:১৯
বুমরার অ্যাকশন কি বৈধ?

খেলাধূলা ডেস্ক : মাঠের বাইরে ক্রমশ বেড়ে চলেছে উত্তাপ। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপের পর এবার নিশানায় যশপ্রীত বুমরা। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার ইয়ান মরিস। অসি ধারাভাষ্যকারের প্রশ্ন, বুমরার অ্যাকশন কি বৈধ? এই বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি।

মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগে মরিস বলেন, “কেন কেউ বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে না? ওর অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে। আমি বলছি না যে সে বল ছোড়ে। কিন্তু বল ছাড়ার সময় ওর কনুইয়ের অবস্থান খতিয়ে দেখা উচিত। আমি জানি না কেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এই নিয়ে চুপ।”

চলতি সিরিজ়ে ভারতের সবচেয়ে সফল বোলার বুমরা। তিনটি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন তিনি, যা দু’দল মিলিয়ে সর্বাধিক। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে আগেও কিছু প্রশ্ন করেছিল অসি সংবাদমাধ্যম। সেই সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল তার জবাব দিয়েছিলেন। বুমরার প্রশংসা করে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন তিনি। কিন্তু অসি সংবাদমাধ্যম ও ধারাভাষ্যকারেরা যে বিতর্ক জিইয়ে রাখতে চাইছেন, তা তাঁদের একের পর এক মন্তব্য থেকে পরিষ্কার।

শুধু বুমরা নন, এর আগে জাদেজা, আকাশ দীপ ও কোহলিকে নিয়েও বিতর্ক হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক বৈঠকে ইংরেজিতে কোনও প্রশ্নের জবাব দেননি জাদেজা। তার জবাবে ভারতীয় শিবির থেকে জানানো হয়, ভারতীয় সাংবাদিকদের জন্যই সেই বৈঠক ছিল। তাই জাদেজা হিন্দিতেই কথা বলেছেন। মেলবোর্ন টেস্টের আগে সাংবাদিকদের সামনে কথা বলতে এসেছিলেন আকাশ দীপও।

তারপরেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করে, ইচ্ছা করেই আকাশ দীপকে পাঠানো হয়েছে। কারণ, তিনি ইংরেজিতে কথা বলতে পারেন না। তিনি অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব না-দিয়ে এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ করা হয়। বিমানবন্দরে এক মহিলা সাংবাদিককে কোহলি ধমক দিয়েছেন বলেও অভিযোগ করে তারা। এই বিষয়ে অবশ্য কোহলি বা ভারতীয় দল কোনও জবাব দেয়নি।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে