ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বন্ধের শঙ্কায় থাকা রেনউইকের শেয়ার দর আকাশচুম্বি

২০২৪ ডিসেম্বর ২৬ ১০:০০:১৫
বন্ধের শঙ্কায় থাকা রেনউইকের শেয়ার দর আকাশচুম্বি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দূর্বল ব্যবসার রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। যা কোম্পানির অস্তিত্বকেই হুমকিতে ফেলে দিয়েছে, সেই কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার এখন ৬৬৭ টাকায় অবস্থান করছে।

কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কারন হিসেবে নিরীক্ষক জানিয়েছেন, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে অক্ষমতা, ধারাবাহিক লোকসানে বড় পূঞ্জীভূত লোকসান ও গ্র্যাচুইটি প্রদান না করা।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ মেশিনারী, ইক্যুপমেন্ট ও স্পেয়ার পার্টস এর ইমপেয়ারম্যান্ট টেস্টের মাধ্যমে বাজার দর নির্ণয় করে না। যা না করে আর্থিক হিসাবে অতিরঞ্জিত সম্পদ দেখানো হতে পারে।

আর্থিক হিসাবে অগ্রিম কর হিসেবে ৪৬ লাখ টাকা প্রদান দেখানো হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে সীমাবদ্ধতার কারনে এর সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। একইভাবে কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া ৪ কোটি ২১ লাখ টাকার সত্যতা যাচাই করতে পারেনি।

আরও পড়ুন….

২ কোটি টাকার কোম্পানির ২৮ কোটি লোকসান

রাষ্ট্রায়াত্ত্ব রেনউইক যজ্ঞেশ্বর ব্যবসায় দূর্বল হলেও শেয়ার দরে চাঙ্গা। বুধবার (২৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৬৭.৩০ টাকায়। এই অস্বাভাবিক দরের পেছনে কারন হিসেবে রয়েছে রেনউইকের স্বল্পমূলধন। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ২ কোটি টাকা। এ কারনে কারসাজিকাররা সহজে শেয়ারটি গেম্বলিং করতে পারছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে