ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারতের শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ ডিসেম্বর ২৭ ১৮:৩৩:১৩
ভারতের শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বছরের শেষ শুক্রবারে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান। এতে মুনাফার স্বপ্ন দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

ভারতের শেয়ারবাজারে শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এর সেনসেক্স সূচক থেমেছে ৭৮,৬৯৯ পয়েন্টে। অর্থাৎ সেনসেক্স বেড়েছে ২২৬.৫৯ পয়েন্ট। এদিন সূচকটি ৭৯,০৪৩ পয়েন্টে উঠেছিল।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন দর বেড়েছে ১,৮৬৬টি শেয়ারের। আর ১,৯৪৬টি শেয়ারের দাম কমেছে। এছাড়া ১১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন গাড়ি নির্মাণকারী, ওষুধ প্রস্তুতকারী এবং গণমাধ্যম কোম্পানির শেয়ারের সূচক ০.৪ থেকে ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে হতাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তেল ও গ্যাস এবং সংকর ধাতুর শেয়ার।

বিএসইর মতো একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসইতে। দিন শেষে এই বাজারের সূচক নিফটি ৫০ থেমেছে ২৩,৮১৩ পয়েন্টে। অর্থাৎ এই বাজারের বৃদ্ধি হয়েছে ৬৩ পয়েন্ট।

বিএসইতে মাঝারি আকারের কোম্পানিগুলোর শেয়ারের দামের তেমন কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে ছোট পুঁজির শেয়ারের সূচক বেড়েছে ০.৩ শতাংশ।

নিফটিতে সর্বাধিক লাভ করেছেন ডক্টর রেড্ডিস্ ল্যাবস্, এম অ্যান্ড এম, ইন্ডাসইণ্ড ব্যাংক, আইশার মোটরস্ এবং বাজাজ ফিন্যান্সের শেয়ারে লগ্নিকারীরা। আর হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ওএনজিসি, কোল ইন্ডিয়া এবং ভারত ইলেকট্রনিক্সের শেয়ারে সর্বাধিক লোকসান হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে