ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৬ পৌষ ১৪৩১

মেজাজ হারালেন সালমান খান

২০২৪ ডিসেম্বর ২৮ ১৮:৫১:৪৭
মেজাজ হারালেন সালমান খান

বিনোদন ডেস্ক : ফের মেজাজ হারালেন সালমান খান। সরাসরি তার হুঁশিয়ারি, “আমার সঙ্গে ভুলেও এমন আচরণ করবে না।” বর্তমানে ‘বিগবস্ ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত ভাইজান। সেখানেই কাশিশ নামে এক প্রতিযোগীকে হুঁশিয়ারি দিলেন তিনি।

‘উইকেন্ড কা ভার’ এপিসোডে প্রত্যেক প্রতিযোগীকে নানা পরামর্শ দেন সালমান। কারও কারও ভাগ্যে জোটে তিরস্কার। তেমনই এ দিন কাশিশকে বাক্যবাণে বিদ্ধ করেন সালমান। কাশিশ কয়েক দিন আগেই দাবি করেছিলেন, অবিনাশ নামে এক প্রতিযোগী তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করার চেষ্টা করেছিলেন, যাতে বিগবসের ঘরে নতুন গল্প তৈরি করা যায়।

এই বিষয়ে পাল্টা কাশিশকেই কটাক্ষ করেন সালমান। কাশিশ বলেন, “দয়া করে আমাকে এক সেকেন্ডের জন্য কথাটা বলতে দিন।” সালমান ঝাঁঝালো স্বরে বলেন, “তোমাকে এক সেকেন্ডও বলতে দেওয়া হবে না।” উদ্ধত হয়ে কাশিশও ভাইজানকে বলে বসেন, “বেশ ঠিক আছে।” এ কথা শুনেই মেজাজ হারান ‘টাইগার’। সুর চড়িয়ে কাশিশকে ধমক দেন, “আমার সঙ্গে ভুলেও এই ভাবে কথা বলবে না। তা হলে বড় ভুল করবে।”

এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। অনুরাগীদের দাবি, ফের চেনা মেজাজে দেখা গেল সালমানকে। এত দিন বেশ চিন্তিত লাগছিল তাঁকে। অবশেষে জন্মদিনের সপ্তাহে দরাজ কণ্ঠে কথা বললেন সালমান। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে