ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

এসএস স্টীলের সাবসিডিয়ারি সালেহ স্টীলে শত শত কোটি টাকার অনিয়ম

২০২৪ ডিসেম্বর ৩০ ০৭:২৮:৪৪
এসএস স্টীলের সাবসিডিয়ারি সালেহ স্টীলে শত শত কোটি টাকার অনিয়ম

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টীলের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সালেহ স্টীল ইন্ডাস্ট্রিজেও বেরিয়ে এসেছে ভয়াবহ অনিয়ম। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় শত শত কোটি টাকার অনিয়ম পেয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, সালেহ স্টীলে গ্রাহকদের কাছে ২০১ কোটি ৯৭ লাখ টাকা পাওয়া যাবে বলে আর্থিক হিসাবে জানানো হয়েছে। তবে ওই সম্পদের উপর আইএফআরএস-৯ অনুযায়ি ইমপেয়ারম্যান্ট বা প্রকৃত কতটাকা আদায় হবে, তা নির্ণয় করানো দরকার। তবে কোম্পানি কর্তৃপক্ষ তা করেনি। এর মাধ্যমে ওই পাওনার উপরে কোন ক্ষতি দেখানো হয়নি। অথচ গ্রাহকদের হদিস না পাওয়ায় ২০১ কোটি ৯৭ লাখ টাকা পাওনার সত্যতা পাওয়া যায়নি।

অন্যদিকে কাঁচামাল সরবরাহকারীরা ৩৫ কোটি ৬০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে দেখানো হয়েছে। তবে নিরীক্ষক এর সত্যতা পায়নি।

আরও পড়ুন.....

পলাতক জাভেদের এসএস স্টীলে কোটি কোটি টাকার নয়ছয়

এ সাবসিডিয়ারি কোম্পানিটিতে গ্রাহকদের সঙ্গে চুক্তি অনুযায়ি ৪৬৬ কোটি ৯৩ লাখ টাকার পণ্য বিক্রি বা আয় দেখানো হয়েছে। যা মূসক ৬.৩ ও মাসিক ভ্যাট রিটার্ন এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অন্যান্য সহায়ক প্রমাণাদির মধ্যে ডিলারদের ক্রয়াদেশ এবং পণ্য সরবরাহ নোটস পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

ওই বিক্রি করা পণ্য উৎপাদনে প্রত্যক্ষ ব্যয় (কস্ট অব গুডস সোল্ড) হিসাবে কোম্পানি কর্তৃপক্ষ দেখিয়েছে ৩৯২ কোটি ৮০ লাখ টাকা। তবে এর সত্যতা যাচাইয়ে নিরীক্ষা প্রক্রিয়া করা, ভাউচার যাচাই করা ও কাট-অফ টেস্ট করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির সুদজনিত ব্যয় হিসাবে কস্ট লেজার ব্যালেন্স ও ব্যাংকের গণনার মধ্যে অনেক অসঙ্গতি পেয়েছে নিরীক্ষক। যে কারনে ব্যাংকের ৬৮ কোটি ৮২ লাখ টাকার সুদজনিত ব্যয়ের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক।

এসএস স্টীলের ন্যায় সাবসিডিয়ারি সালেহ স্টীলেও শ্রম আইনের ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে