ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ডিএসইতে টানা ৩ কার্যদিবস উত্থান

২০২৪ ডিসেম্বর ৩০ ১৪:৫৮:০৬
ডিএসইতে টানা ৩ কার্যদিবস উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুইদিনের ন্যায় সোমবারও (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে এসময় খুবই সামান্য উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে টানা ২ কার্যদিবস। তবে সোমবার উভয় শেয়ারবাজারে লেনদেন কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২০৪ পয়েন্টে। যা রবিবার ২০ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৫ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৭৪ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫১ লাখ বা ০.১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২ টি বা ৩৫.৭৭ শতাংশের। আর দর কমেছে ১৮৪ টি বা ৪৬.৩৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১ টি বা ১৭.৮৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১০০ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৭৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে