ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মাঝ আকাশে সোনাক্ষী-জ়াহির!

২০২৪ ডিসেম্বর ৩১ ১৮:৪৬:৪২
মাঝ আকাশে সোনাক্ষী-জ়াহির!

বিনোদন ডেস্ক : বলিউড দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। চলতি বছর ২৩ জুন বিয়ে সেরেছেন তাঁরা। ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবু দীর্ঘ দিনের প্রেমিককে নিয়ে দিব্যি রয়েছেন সোনাক্ষী। সুখে সংসার করছেন। অন্তত সমাজমাধ্যমে তাঁদের প্রকাশিত ছবি থেকে সে কথাই স্পষ্ট। দু’জনের সম্পর্কে শুধু ভালবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুনসুটিও।

এ বার দু’জনে ঝাঁপিয়ে পড়লেন আকাশ থেকে। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন তাঁরা। সেখানে দেখা গিয়েছে, হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ছেন জ়াহির। তার পর তিনি ভাসতে শুরু করছেন শূন্যে। খানিক পরে দেখা যায় সোনাক্ষীকে। এক সময় ধরেও ফেলেন তাঁরা পরস্পরের হাত। নীচে তখন দুরন্ত ঘূর্ণির পাক। ঘুরে চলেছে সাদা মেঘের দল, সমুদ্র, সবুজ বন আর মানুষের বসতি— পৃথিবী।

এমন একটি ভিডিও ভাগ করে সোনাক্ষী লিখেছেন, “৩০ ডিসেম্বর ২০২২ সালে আমরা বাগ্‌দত্ত হয়েছিলাম। দু’বছর পর আমরা সিদ্ধান্ত নিলাম বিমান থেকে ঝাঁপিয়ে পড়ব! উচ্চতম পর্যায়ে আমাদের সেরা বছর ২০২৪-কে বিদায় জানাব... আমি ভীষণ উদ্‌গ্রীব ২০২৫-এর ভাঁড়ারে আমাদের জন্য কী সঞ্চিত রয়েছে তা জানতে! সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা!”

সোনাক্ষীর এমন ভিডিও দেখে উত্তেজনা প্রশমন করতে পারেননি মণীষা কৈরালা। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, “উহহু তোমরা তো আমার স্কাইডাইভিংয়ের স্বপ্ন পূরণ করে ফেললে! দারুণ।” এক অনুরাগী আবার লিখেছেন, “আমার দেখা সবচেয়ে দুঃসাহসী দম্পতি”। কেউ কেউ তাঁদের বলিউডে সব থেকে সুখী দম্পতি হিসাবে ব্যাখ্যা করেছেন।

এই মুহূর্তে সোনাক্ষী-জ়়াহির বিশ্ব পর্যটনে বেরিয়েছেন। তাঁরা সিঙ্গাপুর থেকে ফিলিপিনস, ইটালি, নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন আর দারুণ সব মহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন তাঁরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে