ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৯১ কোটি টাকা

২০২৫ জানুয়ারি ০৪ ১০:০০:৪১
বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৯১ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৯ডিসেম্বর-২জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৯ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা বা ০.৪২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৮৩ লাখ টাকার বা ১৯ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা (০.৯৯) শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৫৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪ টির বা ৪১.৪১ শতাংশের, কমেছে ১৮২ টির বা ৪৫.৯৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির বা ১২.৬২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৪৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির দর বেড়েছে, ১২৪ টির দর কমেছে এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে