ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

অগ্রিম তথ্য জেনে শেয়ার বেচাকেনা, ৩ জনকে নিষিদ্ধ করল সেবি

২০২৫ জানুয়ারি ০৪ ০৯:৫৯:৫০
অগ্রিম তথ্য জেনে শেয়ার বেচাকেনা, ৩ জনকে নিষিদ্ধ করল সেবি

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারের বড় খেলোয়াড় কেতন পারেখের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এবার তাঁকে নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। কেতন ছাড়া আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। পাশাপাশি অভিযুক্তদের থেকে ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছে সেবি।

গত ৩০ ডিসেম্বর কেতন-সহ মোট তিন জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেবির অভিযোগ, আগে থেকে তথ্য জেনে শেয়ার লেনদেন করেছেন কেতন এবং তাঁর সহযোগীরা। এই কাজে তাঁর সঙ্গে ছিলেন রোহিত সালগাওকার নামের সিঙ্গাপুরের এক বিনিয়োগকারী। এতে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেন তাঁরা। আর তাই সেবিতে নথিভুক্ত মধ্যস্থতাকারী কোনও কোম্পারি সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেতন-সহ অন্যান্য অভিযুক্ত।

এর আগেও স্টক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন কেতন। ২০০০ সালে তাঁর বিরুদ্ধে শেয়ারে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই সময়ে ১৪ বছরের জন্য বাজার থেকে কেতনকে নিষিদ্ধ করে সেবি। পাশাপাশি, তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।

সেবি সূত্রে খবর, সালগাওকার এবং পারেখ আমেরিকা ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেন। কোম্পানিটি সারা বিশ্বে প্রায় আড়াই লক্ষ কোটি ডলার লেনদেনের সঙ্গে যুক্ত। এই কোম্পানিটির মাধ্যমেই আগাম শেয়ারের ব্যাপারে তথ্য জেনে নিয়ে শেয়ার কেনাবেচা করতেন কেতন এবং সালগাওকার। ফলে বেআইনি ভাবে তাঁদের রোজগার বেশ ফুলেফেঁপে উঠেছিল।

পারেখ-সহ তিন জনকে শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করতে মোট ১৮৮ পাতার রিপোর্ট পেশ করেছে সেবি। সেখানে পারেখ এবং সালগাওকারের নামের পাশাপাশি মোট ২২টি কোম্পানির নাম উল্লেখ রয়েছে। এই ঘটনায় ফের কেতনের গ্রেফতার হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের একাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে