ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ইউনিলিভারের মতো কোম্পানিকে আনতে সব আইপিও ফাইল বাতিল

২০২৫ জানুয়ারি ০৫ ২০:৪২:২৩
ইউনিলিভারের মতো কোম্পানিকে আনতে সব আইপিও ফাইল বাতিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে ইউনিলিভারের মতো কোম্পানিকে আনতে চায়। এজন্য দেশের বৃহৎ অনেক কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করেছে। এরই ধারাবাহিকতায় পূর্বে যত কোম্পানির আইপিও আবেদন করা ছিল, সব বাতিল করে দিয়েছে। তবে ইউনিলিভারের মতো কোন কোম্পানি এখনো শেয়ারবাজারে আসতে আগ্রহ দেখায়নি। তাই আইপিও ফাইল শুন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এক মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, সব কমিশনই শুরুতে অনেক স্বপ্ন দেখে। এরমধ্যে অন্যতম দেশের সব সেরা কোম্পানিকে শেয়ারবাজারে নিয়ে আসবে। কিন্তু ফাইনালি কিছুই হয় না। কারন ওইসব কোম্পানির টাকা দরকার নেই। শেয়ারবাজারে আসার সুযোগ দিতে হবে যেসব কোম্পানির টাকা দরকার। কিন্তু বিএসইসি হাটে উল্টো পথে। ফলে যা হওয়ার তাই হচ্ছে।

আরেক মার্চেন্ট ব্যাংকার অর্থ বাণিজ্যকে বলেন, খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজারে ইউনিলিভারের মতো কোম্পানি ছাড়া আইপিও দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এ কারনে তারা আগের সব আইপিও আবেদন বাতিল করে দিয়েছে।

এরই ধারাবাহিকতায় বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের মতো বৃহৎ কোম্পানিরও আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি।

আরও পড়ুন.....

বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে

আইপিওর আবেদনের সঙ্গে দেওয়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি আছে দাবি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস‌্যু) রুলস, ২০১৫ এর রুল ১৫(৫) এর ক্ষমতা বলে কমিশন কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করেছে।

সম্প্রতি বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) এ সংক্রান্ত একটি চিঠি দ্য়ো হয়েছে বলে বিএসইসি সত্রে জানা গেছে।

একইসঙ্গে বিষয়টি কোম্পানিটির আইপিওর দায়িত্বে নিয়োজিত ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে। বিভিন্ন সময়ে দেয়া কোম্পানির আইপিও আবেদন, খসড়া প্রসপেক্টাস, তথ্য, সংবেদনশীল তথ্য, ডিএসইর পর্যবেক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি ও ব্যাখ্যা যাচাই করে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে চিঠিতে জানিয়েছে বিএসইসি।

জানা গেছে, কোম্পানিটি আবাসনে তার বিনিয়োগের সম্পদের মূল্য জানিয়েছে ৭০০ কোটি ২০ লাখ টাকা। সেই সাথে ৩০ জুন ২০২৩ শেষে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৫২ কোটি ৪৯ লাখ টাকা।

নিট সম্পদ মূল্যের বিষয়ে বলা হয়েছে, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছিল ৮১.৩৭ টাকা। যা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৪৮.৫৪ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের ইস‌্যু ম‌্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিয়াদ মতিন বলেন, বিএসইসি কিছু বিষয়ে কোয়েরি দিয়েছে। সেগুলো ঠিক করে পুনরায় আবেদন করতে বলেছে বিএসইসি। কোম্পানির সঙ্গে আলোচনা করে আমরা বিষয়গুলো ঠিক করার কাজ করছি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে