ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে

২০২৫ জানুয়ারি ০৬ ১০:৪১:১০
বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অবশেষে বিনিয়োগকারীসহ বাজার মধ্যস্থতাকারীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নেতৃত্বের পরিবর্তনের প্রত্যাশা বা দীর্ঘদিনের দাবি পূরণ করার ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গতকাল (০৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি-বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা।

প্রকাশনা অনুষ্ঠানে শেয়ারবাজার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, 'শেয়ারবাজারে অনেক কোম্পানি বিনিয়োগ করছে। কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। তারপরও তাদের দাম বাড়ছে। এগুলো বন্ধ করতে হবে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া দরকার।'

খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে শেয়ারবাজারে বিনিয়োগকারী থেকে শুরু করে কেউই ভালো নেই। অথচ আওয়ামীলীগ সরকার পতনের পরে ও মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পূণ:গঠনের আগে শেয়ারবাজারে অনেক ভালো হওয়ার ইঙ্গিত দিয়েছিল। যা পরবর্তীতে বিএসইসিতে যোগ্য লোকের অভাবে সম্ভব হয়ে উঠেনি।

শেয়ারবাজারের চলমান মন্দায় বিনিয়োগকারীদের যেমন মাথায় হাত, তার চেয়ে বেশি খারাপ অবস্থায় ব্রোকারেজ হাউজগুলো। লেনদেন খরায় লোকসানে অসংখ্য ব্রোকারেজ হাউজ। আর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বন্ধ রেখে মার্চেন্ট ব্যাংকগুলোর আয়ের পথ বন্ধ করে রাখা হয়েছে।

দেশের শেয়ারবাজারে ক্রমাগত দর পতনের ঘটনা ঘটছে। প্রায় প্রতিনিয়তই কোম্পানির শেয়ারের দর কমতে থাকায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজারে ক্রমাগত দরপতনের কারণে নতুন বিনিয়োগকারী বাজার আসছে না বরং উল্টো বাজার থেকে বের হয়ে গেছেন। এ অবস্থায় বাজার নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

আরও পড়ুন.....

ইউনিলিভারের মতো কোম্পানিকে আনতে সব আইপিও ফাইল বাতিল

এর আগেও বিভিন্ন সময়ে শেয়ারবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির বিষয়ে মন্তব্য করেছিলেন অর্থ উপদেষ্টা। এর ফলে নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তনের বড় ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ ব্রোকার অর্থ বাণিজ্যকে বলেন, রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দিয়ে শেয়ারবাজারকে এগিয়ে নেওয়া সম্ভব না। এটাতো আমরা শুরু থেকেই বলে আসছি। একজন সাধারন বিনিয়োগকারীও এই কমিশনকে যোগ্য মনে করেন না। তাদের যোগ্যতার অভাব নিয়ে রাজপথে বিক্ষোভ-মিছিলও হয়েছে। অবশেষে উপদেষ্টা সবার ভালোর জন্য বিএসইসির নেতৃত্বে পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছেন, সেটা অনেক সুখবর। যা বাস্তবায়নে শেয়ারবাজারে অনেক ইতিবাচক প্রভাব পড়বে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে