ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সংকট নিরসনে ডিএসইতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:৪০:০৪
সংকট নিরসনে ডিএসইতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী রাইজিংবিডি ডটকমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ডিএসইর পরিচালনা পর্ষদের উদ্যোগে এ আলোচনা সভায়- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, পুঁজিবাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরো প্রবলভাবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ডিএসই যাবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, “মঙ্গলবার সকালে ডিএসইতে আসবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারের সব সমস‌্যা সমাধানের লক্ষ‌্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হবে। আলোচনায় পুঁজিবাজারের উন্নয়নে স্টকহোল্ডারদের পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ করা হতে পারে।”

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে