ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ভারতের শেয়ারবাজারে একদিনে ১২০০ পয়েন্ট পতন

২০২৫ জানুয়ারি ০৭ ১৯:০৩:৩৬
ভারতের শেয়ারবাজারে একদিনে ১২০০ পয়েন্ট পতন

অর্থ বাণিজ্য ডেস্ক : নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও ভারতের শেয়ারবাজারে কাটেনি শনির দশা। সোমবার (৬ জানুয়ারি) ১,২০০ পয়েন্ট কমেছে মুম্বাই স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক নেমেছে প্রায় ৪০০ পয়েন্ট। ফলে আবারও বিরাট অঙ্কের লোকসানের মুখে বিনিয়োগকারীরা।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন মাত্র ৬২৯টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে দাম কমেছে ৩,৩২৯টি শেয়ারের। ১০৯টি স্টক অপরিবর্তিত ছিল।

নিফটিতে সর্বাধিক লোকসান হয়েছে টাটা স্টিল, ট্রেন্ট, কোল ইন্ডিয়া, এনটিপিসি এবং বিপিসিএলের শেয়ারে বিনিয়োগকারীদের। তবে খারাপ দিনেও অ্যাপোলো হাসপাতাল, টাটা কনজ়ুমার, টাইটান এবং এইচসিএল টেকনোলজ়িসের বিনিয়োগকারীরা পকেট ভরাতে সক্ষম হয়েছেন।

এ দিন অধিকাংশ সংস্থার স্টকের সূচকই অবশ্য লাল জ়োনে থেকেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ারের দাম কমেছে প্রায় ৪ শতাংশ। অন্যদিকে সংকর ধাতু, রিয়্যাল এস্টেট, শক্তি, অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিদ্যুৎ এবং তেল ও গ্যাসের কোম্পানির স্টকে ৩ শতাংশের পতন লক্ষ্য করা গেছে।

সোমবার বিএসইতে সেনসেক্স সূচক নেমেছে ৭৭,৯৬৪.৯৯ পয়েন্টে। যা দিনের শুরুতে ছিল ৭৯,২৮১.৬৫ পয়েন্ট। অর্থাৎ এই বাজারের সূচক কছে ১,২৫৮.১২ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ।

অন্যদিকে দিন শেষে ২৩,৬২৮ পয়েন্টে গিয়ে থেমেছে নিফটি। সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) অবশ্য খুলেছিল ২৪,০৪৫.৮০ পয়েন্টে। এই বাজারে ৩৭৬.৭৫ পয়েন্টের পতন দেখা গিয়েছে। শতাংশের নিরিখে এটি ১.৫৭।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে