ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৩ অক্টোবর ১০ ১৬:৫৫:০৩
শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

মঙ্গলবার (১০ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমে গেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৪৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৭২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪২৬ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৩ কোটি ৭০ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টি বা ৪৩.৮২ শতাংশের। আর দর কমেছে ১৮টি বা ৬.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৪১টি বা ৪৯.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৯০ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে