ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা

২০২৫ জানুয়ারি ১১ ১০:০০:৫০
বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৫-৯ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৪ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা ০.৪০ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৩২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকার বা ২৪ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টির বা ৩৫.১৭ শতাংশের, কমেছে ২০৮ টির বা ৫২.২৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির বা ১২.৫৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৬০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০ টির দর বেড়েছে, ১৫২ টির দর কমেছে এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে