ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মনীষাকে মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার জন্য বলেছিলেন শাহরুখ

২০২৫ জানুয়ারি ১২ ২০:২৬:৪১
মনীষাকে মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার জন্য বলেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে তিনটি ছবি করেছেন। কিন্তু সেগুলো সবই ব্যর্থ বক্স অফিসে। তবে ‘দিল সে’ ছবিতে শাহরুখ খান ও মনীষা কৈরালার অন্যতম ভাল ছবি। জুটিতে ব্যর্থ হলেও মনীষা-শাহরুখের বন্ধুত্বতে তার প্রভাব পড়েননি। শাহরুখই সেই মানুষ যিনি মনীষাকে মুম্বাইয়ে নিজের পাকাপাকি বাসস্থান করার জন্য প্রবল জোরাজুরি করেন। অবশেষে শাহরুখের কথা শোনেন মনীষা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা কৈরালা বলেন, ‘শাহরুখ প্রথম দিন থেকেই আমার ভীষণ ভাল বন্ধু। আমার মনে আছে, শাহরুখ তখন মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকত। আমরা সবাই শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্প গুজব করতাম। আমি শাহরুখের একবার দুই বছর আগে মুম্বাই এসেছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।’’

শাহরুখ নিজে দিল্লির ছেলে, মনীষা নেপালের মেয়ে। দু’জনেই ফিল্মি পরিবারের সন্তান না হয়েও মুম্বাইয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। সেই কারণে বান্ধবীকে ছোট খাটো সব বিষয়ে পরামর্শ দিতেন বাদশা।

মনীষার কথায়, ‘মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। সে বলত যেহেতু আমরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বাইয়ে একটি ফ্ল্যাট থাকলে তবেই আমাদের জোর থাকবে। কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না।’’ একটা সময় মুম্বাই এসে ফ্ল্যাটে থাকলেও বছর কয়েকের মধ্যেই মুম্বাইয়ে নিজের বাড়ি কেনেন শাহরুখ। স্ত্রী গৌরীর জন্যই মান্নাত কেনেন শাহরুখ।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে