ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আমিরের উপর নির্যাতন করেছেন কিরণ

২০২৫ জানুয়ারি ১২ ২০:৩৪:৩৬
আমিরের উপর নির্যাতন করেছেন কিরণ

বিনোদন ডেস্ক : আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হল। যদিও স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন আমির। একসঙ্গে কাজও করেন তাঁরা। তবে সম্পর্কে থাকাকালীন নাকি আমিরের উপর এক সময় রীতিমতো অত্যাচার করতেন কিরণ।

তখন ‘ধোবি ঘাট’ ছবির শুটিং চলছে। ২০১০-এ এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় কিরণের। তাঁর প্রথম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির। সেই সময় আমিরের উপর বেশ অত্যাচার করছেন কিরণ।

কারণ আমির নাকি বিভিন্ন সময়ে কিরণের কাজের উপর খবরদারি করতে চাইতেন। আর তাতেই সপাট না বলে দিতেন কিরণ।

কিরণের কথায়, ‘‘আমার মনে হয় ‘ধোবি ঘাট’ ছবিতে দারুণ কাজ করেছে আমির। তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম। সেই সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি। আমির কোনও পরামর্শ দিতে এলেই আমি বলতাম, ‘না, না, না’।"

নিজের জীবনের প্রথম ছবি, তাই খানিক আতঙ্কেই থাকতেন কিরণ। তার মধ্যে স্বল্প বাজেট।

কিরণের কথায়, ‘‘সেটি অল্প বাজেটের ছবি। ফলে আমি আতঙ্কিত ছিলাম, যা চাই তা করতে পারব কি না। আমি সেটে অন্য সবার প্রতি খুব ধৈর্যশীল ছিলাম। কারণ, স্পষ্টতই আমি অন্য কারও উপরতো আর চিৎকার করতে পারব না। অন্যদের সঙ্গে কথা বলার সময় তাই সচেতন থাকতাম। কিন্তু আমিরের সঙ্গে আমার সেসব করার দরকার পড়ত না। কারণ, সে আমার স্বামী। রাগ হলে ওর উপরেই দেখাতাম।’’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে