ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

কোহলির জন্যই বিশ্বকাপ খেলা হয়নি রাইডুর

২০২৫ জানুয়ারি ১২ ২০:৪৩:১৯
কোহলির জন্যই বিশ্বকাপ খেলা হয়নি রাইডুর

খেলাধূলা ডেস্ক : ব্যাটে খারাপ ফর্মের পাশাপাশি এবার নতুন বিতর্কে বিরাট কোহলি। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর দাবি, কোহলির জন্য বিশ্বকাপ খেলা হয়নি অম্বাতি রাইডুর।

২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের দলে রাইডু খেলবেন, এমনটাই মনে করেছিলেন সবাই। চার নম্বরে ভাল খেলছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। নেওয়া হয় বিজয় শঙ্করকে। এই সিদ্ধান্তের নেপথ্যে কোহলি ছিলেন বলেই অভিযোগ উথাপ্পার।

সেই বিশ্বকাপের ছ’বছর পরে উথাপ্পা বলেছেন, “যদি কোহলির কোনও ক্রিকেটারকে পছন্দ না হয়, তাহলে সেই ক্রিকেটার বাদ পড়ে। তার সবচেয়ে বড় উদাহরণ রাইডু। ওর জন্য আমার খারাপ লাগে। সবার নিজের পছন্দ থাকে। কিন্তু বিশ্বকাপের অত কাছে যাওয়ার পরে কাউকে বাদ দেওয়া উচিত নয়। রাইডু বিশ্বকাপের ব্যাগ ও কিট গুছিয়ে ফেলেছিল। কিন্তু ওর মুখের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা ঠিক হয়নি।”

বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন রাইডু। তিনি সমাজমাধ্যমে নিশানা করেছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে। বোর্ড এই কাজ ভালভাবে নেয়নি। ফলে পরে প্রতিযোগিতা চলাকালীন দু’জন ক্রিকেটার পাঠানো হলেও সেই তালিকায় ছিলেন না রাইডু। সেবার কোহলির নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হেরে বাদ পড়েছিল ভারত।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে