ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে টানা তিনদিন পতন

২০২৫ জানুয়ারি ১৪ ১৫:৩৬:৫০
শেয়ারবাজারে টানা তিনদিন পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের মতো মঙ্গলবারও (১৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে আজকে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৫১ পয়েন্টে। যা সোমবার ৪ পয়েন্ট ও রবিবার ৩৮ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৬ কোটি ৭০ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৫.৭১ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩৩.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৪ টি বা ২১.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৭২ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৮৫ পয়েন্ট।

আগেরদিন সিএসইতে ৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর