ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

পূঞ্জীভূত লোকসান ১১৩ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা

২০২৫ জানুয়ারি ১৫ ০৮:৫২:১৫
পূঞ্জীভূত লোকসান ১১৩ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১১৩ কোটি ৩৭ লাখ টাকায়। এছাড়া কোম্পানিটি ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। এমনকি কোথাও থেকে এনে তা পরিশোধেরও সক্ষমতা নেই। অথচ কোম্পানিটি ঋণের পাহাড়ের চাঁপে পিষ্ট। এ কোম্পানিটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৫ কোটি ৬৩ লাখ টাকা।

এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

মিরাকল ইন্ডাস্ট্রিজের সম্পদের খোঁজ পায়নি নিরীক্ষক

এ কোম্পানিটিতে ডেফার্ড ট্যাক্স গণনা করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া কোম্পানিটিতে পূর্বের ওয়ার্কার্স প্রফিট ফান্ড থাকলেও তা বিতরন করেনি।

উল্লেখ্য, ১৯৯৬ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৫৯.৭৩ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (২১ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে